রাজধানীর বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবদুল কুদ্দুছ নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় নিহত আবদুল কুদ্দুছের একটি চায়ের দোকান রয়েছে। ঈদে বাড়ি যাওয়ার জন্য ভোর পাঁচটার দিকে তিনি রিকশায় করে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে, ফায়ার সার্ভিস সদর দফতরের কাছে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি ছিনতাইকারীদের বাধা দেন। ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে রিকশাচালক নুরে আলম তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছু সময় পর সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুছ মারা যান।
বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া। নিহতের বাড়ি নোয়াখালী বলে জানান তিনি।
বিবার্তা/ঢালী/জিয়া