রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে আহত রিজভী হাসান বাবু (৩৪) নামের এক যুবলীগ নেতা এ্যাপোলো হাসপাতালে মারা গেছে।
শুক্রবার রাত ১১টার সময় এজিবি কলোনির ‘আইডিয়াল জোন’ এলাকায় তার ওপর হামলা হয়েছে বলে মতিঝিল থানার পরিদর্শক গোলাম রাব্বানী তদন্ত করে জানান। হামলায় আরেক জনও আহত হন।
থানার এসআই মুনিবুর রহমান বলেন, এ্যাপোলো হাসপাতালে নেয়ার পর ভোররাতে বাবু মারা যায়। অন্যদিকে আহসানুল হক ইমন (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রথমে দুজনকেই ঢাকা মেডিকেলে নেয়া হয়। বাবুর অবস্থা খারাপ দেখে পরে তাকে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাশ বলেন, বাবুর মুখের ডান পাশে গুলি লাগে এবং ইমনের ডান হাত ও পাজরের বাঁ দিকে গুলি লাগে। তার মাথায় ধারালো অস্ত্রের চিহ্নও আছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা একজনের বরাত দিয়ে এসআই সেন্টু বলেন, ‘তারা একটি ক্লাবে বসে ছিল। কয়েকজন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়।’
মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নং ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর বলেন, হিরক, মিলন ও তুষারসহ কয়েকজন এই হামলা চালায়। হামলাকারীদের খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা রাব্বানী জানান।
বিবার্তা/জেমি/জিয়া