রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকিকে নির্মমভাবে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস, অধ্যাপক ড. আতিউল্লাহ, অধ্যাপক ড. মস্তাবুর রহমান, সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যখনই কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন সাথে সাথে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। ফলে বর্তমান সময়ে বাংলাদেশে হত্যাকাণ্ড বেড়েই চলছে। এসময় তারা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবার্তা//ইমরান//মাজহার