প্রথমবারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।
এতে সম্মানিত অতিথি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমেদ, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রধান ও বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. জিয়া রহমান, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন- বিভাগের ২৪ তম ব্যাচের শিক্ষার্থী তুষ্টি ও প্রথম ব্যাচের শিক্ষার্থী হুমায়ুন কবীর।
প্রথম দিনের আয়োজনের মধ্যে ছিলো, র্যা লি, স্যুভেনির প্রকাশনা , সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে জনপ্রিয় ব্যান্ড জলের গান’র পরিবেশনা এবং দ্বিতীয় দিন থাকছে বিভাগের অ্যালামনাই কমিটি গঠন, বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিবার্তা/ইমরান/রয়েল