শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে নিলয় মোহাম্মদ আজম নামে এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত আজম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, রবিবার দুপুরে পুকুরে গোসলরত অবস্থায় ডুবে যায় নিলয়। পরে তার দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা। তার পিতার নাম আবুল বাশার। তাদের স্থায়ী নিবাস চট্টগ্রামের নাসিরাবাদ আবাসিক এলাকায়।
বিবার্তা/রয়েল