সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জঙ্গিবিরোধী র্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সামসুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহিবুল আলমের সঞ্চালনায় সমাবেশে লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুছ, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. তাজ উদ্দিন, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মস্তাবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. রাশেদ তালুকদার প্রমুখ বক্তব্য দেন।
ড. জাফর ইকবাল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা নিজেরাও জানে- তারা কিছুই করতে পারবে না।
সমাবেশের শুরুতে সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিবার্তা/নাজিম/লিয়ন