বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একাডেমিক কাউন্সিলের সাতটি পদের নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে একাডেমিক কাউন্সিলের সাতটি পদের বিপরীতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮৭ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
একাডেমিক কাউন্সিলের সাতটি পদের বিপরীতে নির্বাচিত নয় শিক্ষক হলেন- পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে অধ্যাপক ড. মো. মজিবুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ মুজাফফর হোসেন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটিতে অধ্যাপক ড. মির্জা আবুল হাসিম ও অধ্যাপক ড. মো. শহীদুল হক, জিটিআই গভর্নিং বডিতে অধ্যাপক ড. মো. আলী রেজা ফরুক, আইএডিএস বোর্ড অব গভর্নরস অধ্যাপক হুমায়ূন কবির, আরএসি বাউরেস ড. মোহাম্মদ আলী হোসেন, পিজিডি আইসিটিতে অধ্যাপক ড. একেএম আদহাম এবং বাউএক এর গভর্নিং বডিতে অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
বিবার্তা/শাহীন/রয়েল