শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সন্দেহে আটক দুই শিক্ষার্থীর একজনকে ছেড়ে দিয়েছে র্যাব।
	 
	জঙ্গিবাদে সম্পৃক্ত সন্দেহে বুধবার শাবির আইপিই ও পিএমই বিভাগের দুই শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন ও রোকনুজ্জামানকে আটক করে র্যাব।
	 
	আটক শিল্প উৎপাদন কৌশল (আইপিই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিনকে বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে শাবি প্রক্টরিয়াল কমিটির হাতে তুলে দেয় র্যাব-৯।
	 
	বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সামিউল ইসলাম মেহেদী হাসান তুহিনকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
	 
	বিবার্তা/নাজিম/লিয়ন