পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ঈদের ছুটি শেষে আগামী ১৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।
তবে সরকারি অফিস খোলা থাকাকালীন বিশেষ প্রয়োজনে উপাচার্যের কার্যালয় ও রেজিস্ট্রার কার্যালয়ের প্রশাসন শাখা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক ঈদ-উল আযহা উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। এ কারণে আবাসিক হলসমূহে অবস্থানকারী সকল শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পবিত্র ঈদ-উল আযহা শেষে আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৪ টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে প্রবেশ করতে পারবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিবার্তা/নিপা/নাজিম