জবি শিক্ষার্থীদের হল হবে কেরানীগঞ্জে

জবি শিক্ষার্থীদের হল হবে কেরানীগঞ্জে
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৮:৪১
জবি শিক্ষার্থীদের হল হবে কেরানীগঞ্জে
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৭ সালে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য হল নির্মাণের কাজ শুরু হবে।
 
রবিবার দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রীর সঙ্গে জবি শিক্ষক সমিতির প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়। শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফু‌দ্দিনের নেতৃ‌ত্বে শিক্ষকনেতারা বৈঠকে অংশ নেন।
  
পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল নির্মাণের দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এ ঘোষণা এলো। 
  
শিক্ষামন্ত্রী বলেন, জবির আবাসন সমস্যা সমাধানে সরকার ২৭৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় ২০২১ সালের মধ্যে কেরানীগঞ্জে ছাত্রদের জন্য ১০তলা আবাসিক হল গড়ে তোলা হবে। 
  
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ছাত্রী হোস্টেলকে ১৭তলা ও একাডেমিক ভবনকে ২০তলায় উন্নীত করা হবে। আগামী বছরের মধ্যেই বাংলা বাজারে মেয়েদের আবাসিক হলের এ নির্মাণকাজ শেষ হবে বলে জানান মন্ত্রী। 
  
পরবর্তী সময়ে ঝিলমিল ও পূর্বাচল এলাকায় আবাসিক হলের জন্য নতুন জায়গা খোঁজা হবে বলেও জানান তিনি। 
  
বৈঠকে অংশ নেয়া শিক্ষক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক নূরে আ্লম আব্দুল্লাহ। 
  
এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা শিক্ষামন্ত্রীকে জানান। 
  
সব শুনে শিক্ষামন্ত্রী বলেন, জবির সমস্যা সমাধানে সরকার আন্তরিক। আলোচনা করে সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। 
  
বৈঠকে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
 
বিবার্তা/নাজিম/জিয়া
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com