পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। ঈদের এ ছুটি ১৯ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত চলবে।
জবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের স ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক দফতর এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) হতে যথারীতি শুরু হবে।
বিবার্তা/আদনান/কাফী