রমেক পরীক্ষাকেন্দ্র পুনরায় চালুর ঘোষণা

রমেক পরীক্ষাকেন্দ্র পুনরায় চালুর ঘোষণা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৪:২৯
রমেক পরীক্ষাকেন্দ্র পুনরায় চালুর ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
আসন্ন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাতিলকৃত রংপুর মেডিকেল কলেজ (রমেক) কেন্দ্রটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। 
 
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিগত দিনে কিছু অনিয়মের কারণে আসন্ন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) কেন্দ্র বাতিল করা হয়েছিল।’ এ কেন্দ্র চালু করতে রংপুরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার সাথে কথা বলেন। এ পরিপ্রেক্ষিতে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এর সাথে আলোচনা করেন।’ প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার কেন্দ্রটি চালুর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আজ আলোচনা করেন। ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী রমেক কেন্দ্রটি পুনরায় চালুর ঘোষণা দেন।
 
মসিউর রহমান রাঙ্গা রংপুরবাসীর পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষাটি যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, রমেক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com