বুধবার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ল্যাব উদ্বোধন করা হয়। ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তার।
ফলে যবিপ্রবি’র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের বহু দিনের একটি আশা পুরণ হলো। ল্যাবটি গবেষণা ও প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে। ল্যাবে গবেষণার জন্য আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি আনা হয়েছে।
এরমধ্যে রয়েছে, ট্রেনিং স্টেশন মাল্টি জিম, স্মিথ মেশিন, ক্যাবল ক্রস ওভার, ট্রেড মিল, বাইসাইকেল আরগো মিটারসহ গবেষণার অন্যান্য সামগ্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইকবাল কবীর জাহীদ, সাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিম রেজা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জাফিরুল ইসলাম, আইপিই বিভাগের চেয়ারম্যান এএইচএম মুজাহিদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা (ছাপনি) এর পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, যবিপ্রবি’র প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটয়ারী প্রমুখ।
পরে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য একাত্তর’ ভাস্কর্যের সামনে নাগ লিঙ্গম ও জাকারান্ডা নামে দুটি বিরল প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়।
বিবার্তা/তুহিন/কাফী