ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ

ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪২:৩৯
ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে। 
 
সারাদেশে ৬৮৩ কেন্দ্রে ১ হাজার ৬৭৮ কলেজের সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। 
 
পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হচ্ছে : প্রথম বর্ষে ৮ হাজার ৮৮২ পরীক্ষার্থী অংশ নিয়ে ৬ হাজার ৩২৪ জন উত্তীর্ণ হয়েছে, দ্বিতীয় বর্ষে ১ লাখ ৯০ হাজার ৯৮৯ অংশ নিয়ে ১ লাখ ৮১ হাজার ২৭২ জন উত্তীর্ণ, তৃতীয় বর্ষে (চূড়ান্ত) ১ লাখ ৬৯ হাজার ৭৪ জন অংশ নিয়ে ১ লাখ ২৪ হাজার ৫৩৬ জন এবং সার্টিফিকেট কোর্সে ৩৩২ জন অংশ নিয়ে ১২১ পাস করেছে।
এদিকে তৃতীয় বর্ষ (চূড়ান্ত) পরীক্ষা ফলাফলের পরিসংখ্যান হচ্ছে- বিএ পরীক্ষায় ৩৮ হাজার ৩৫০ জন, বিএসএস ৫৫ হাজার ৯৫৯ জন, বি.বি.এস ২৮ হাজার ৪৮ জন ও বি.এসসিতে ২ হাজার ১৭৯ জন পাস করেছে। 
 
গড় পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ। 
 
এদিকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, সংযোজন অথবা ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 
 
বিবার্তা/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com