যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি খাতা পুনঃনিরীক্ষায় ১৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে অকৃতকার্য ৩৯ জন পরীক্ষার্থী পাস করেছে।
এছাড়া কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। শনিবার বিকেলে পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এবছর ৩১ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল। খাতা পুনঃনিরীক্ষায় ১৪৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন ও অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ৩৯ জন পরীক্ষার্থী।
উলেখ্য, গত ১৮ আগস্ট এইচএসসির ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে চমক সৃষ্টি করে যশোর বোর্ড। পাসের হার ছিলো ৮৩ দশমিক ৪২ শতাংশ। যা দেশের মধ্যে সেরা। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৫৮৬জন। এইচএসসি খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশের পর আরও জিপিএ-৫ ও পাসের হার যোগ হলো।
বিবার্তা/তুহিন/কাফী