ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশ হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এই ইউনিটে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩৪ হাজার ৬১৬ শিক্ষার্থী। এর মধ্য থেকে ২ হাজার ২৪১ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ; আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, সমাজকল্যাণ বিভাগ; গবেষণা ইনস্টিটিউটের সমাজকল্যাণ বিভাগ; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা (বিএড সম্মান); আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষায় সম্মান কোর্স; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্বাস্থ্য অর্থনীতি এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিবার্তা/রোকন/কাফী