বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনিক মূলভবন ও প্রশাসনিক ভবন-২ এর রেজিস্ট্রি ও হিসাব শাখার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক মূল ভবনে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রি ও হিসাব শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, দেশ ডিজিটাল হচ্ছে। সব সেক্টরে আজ না হোক কাল ডিজিটলিাইজড হবেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে ও তাল মেলাতেই আমাদের এ উদ্যোগ। ডিজিটাল হাজিরা মেশিন চালুর ফলে আধুনিক প্রযুক্তিতেই একধাপ এগিয়ে গেল বাকৃবি।
বিবার্তা/শাহীন/জিয়া