রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১০:২২
রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০১৬ শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আন্তঃবিভাগ গেমস্ সাব কমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. ফয়জার রহমান। 
 
এ সময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
খেলার প্রথমদিনে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মধ্যে উদ্বোধনী খেলা ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ ৩-০ গোলে জয়ী হয়।
 
দিনের অপর খেলায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ ৩-০ গোলে পপুলেমন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগকে পরাজিত করে। প্রতিযোগিতায় ৫০ দল অংশ নিচ্ছে। উল্লেখ্য, প্রতিযোগিতা চূড়ান্ত খেলা ২০ অক্টোবর ২০১৬ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
বিবার্তা/নাঈম/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com