রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪১:৫৩
রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
রাজশাহী বিশ্ববিদ্যালেয় (রাবি) আগামী বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী আন্তজার্তিক ছায়া জাতিসংঘ সম্মেলন ‘ইউনিস্যাব মান ২০১৬।’ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিস্যাবের রাজশাহী বিভাগের কো-অর্ডিনেটর জাওয়াদ আমীন।
 
ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ড. কাইছার রহমান চৌধুরী মিলানায়তনে।
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. এম মিজানুর রহমান ও ইউএনআইসি’র ঢাকার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিস্যাব বাংলাদেশ- এর প্রেসিডেন্ট মুহাম্মদ মামুন মিয়া।
 
‘বৈশ্বিক সম্প্রদায়ের অর্থনৈতিক ও পরিবেশগত লক্ষ্যসমূহের সামঞ্জস্য বিধানকরণ’ প্রতিপাদ্যে রাবির সিনেট ভবন ও ৬টি সম্মেলন কক্ষে সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০ শিক্ষার্থী এ সম্মেলনে অংশ নেবে। 
 
অংশগ্রহণকারীরা ৬টি ভিন্ন কমিটিতে নির্দিষ্ট এজেন্ডার আলোকে আন্তজার্তিক বিষয় বা সমস্যাগুলো ও সমাধান নিয়ে আলোচনা করবেন। সম্মেলনের শেষ দিনে কমিটি সেশন শেষে সাধারণ পরিষদে রেজুলেশন পাশ হবে এবং সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
 
বিবার্তা/নাঈম/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com