রাবির ছাত্রী হলে আবাসিক শিক্ষক অবরুদ্ধ

রাবির ছাত্রী হলে আবাসিক শিক্ষক অবরুদ্ধ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৩:২১
রাবির ছাত্রী হলে আবাসিক শিক্ষক অবরুদ্ধ
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষক পাক নেহাদ বানুকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ওই হলের নিজ কক্ষে তাকে আটকে রাখা হয়। 
 
এসময় শিক্ষার্থীরা হল প্রভোস্ট মিলি জেসমিন এবং পাক নেহাদ বানুর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে গত ২৯ আগস্ট শিক্ষার্থীরা একই দাবিতে অবস্থান ধর্মঘট করে।
 
হল সূত্রে জানা যায়, প্রভোস্ট ও আবাসিক শিক্ষক পাক নেহাদ বানুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্ব্যবহারের অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা প্রশাসনের কাছেও অভিযোগ করে ওই দুই শিক্ষকের পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু দুই শিক্ষক বিভিন্ন সময়ে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। আগের ঘটনার জেরেই আজ দুপুর ১টার দিকে পাক নেহাদ বানুকে তার কক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রোকনুজ্জামান হলের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে তাকে উদ্ধার করেন।
 
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের আবাসিক শিক্ষক পাক নেহাদ বানু আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর আগেও আমরা হলের বিভিন্ন অব্যবস্থাপনার কথা তুলে ধরে হল প্রভোস্ট ও সহকারী আবাসিক শিক্ষকের পদত্যাগ দাবি করেছিলাম। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলো সব ঠিক হয়ে যাবে। ছাত্র উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন কোনো সমস্যা থাকবে না। কিন্তু কিছুই ঠিক হয়নি। কোন কোন শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে যুক্ত তা খুঁজে বের করে পাক নেহাদ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। 
 
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, হলে বেশ কিছু সমস্যা রয়েছে। এর আগেও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে আন্দোলন করেছিল। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। আশা করি সমাধান হয়ে যাবে।
 
উল্লেখ্য, গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রহমাতুন্নেসা হলের প্রভোস্ট মিলি জেসমিন ও আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুর পদত্যাগ দাবিতে হলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
 
বিবার্তা/নাঈম/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com