বাকৃবিতে শস্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা

বাকৃবিতে শস্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০২:৩০
বাকৃবিতে শস্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ধান কর্তনের পর সঠিকভাবে শস্য মাড়াই, শুকানো ও সংরক্ষণের মাধ্যমে কিভাবে ফসলের উৎপাদন খরচ কমানো ও গুণগতমান মান বজায় রাখা যায় সে বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে ‘পোস্ট হারভেস্ট লস রিডাকশন ইনোভেশন ল্যাব’(পিএইচএলআইএল) শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। আমেরিকার আন্তজার্তিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে ও বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ এ কর্মশালার আয়োজন করে। 
 
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এতে স্বাগত বক্তব্য দেন পিএইচএলআইএল’র বাংলাদেশের সমন্বয়কারী অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। 
 
কর্মশালায় চারটি বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আইয়ুব আলী, অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল ও সাহানারা বেগম ।
 
বিবার্তা/শাহীন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com