আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে তিনজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ষষ্ঠ পর্বের ছাত্র ছাত্রলীগ কর্মী মনজুরুল ইসলামকে (২৪) ক্যাম্পাসের অডিটোরিয়ামের সামনে তারই সহপাঠী নাইম, রাকিব ও অনিকসহ সাত-আটজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষে বিভক্ত হয়ে মীর মোশারফ হল ও লালন হল ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। এতে মাসুম রেজা ও অজ্ঞাত পরিচয়ে আরো দুজন আহত হয়। মনজুরুল ইসলাম গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে এ ঘটনায় রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিলে শিক্ষার্থীরা হলত্যাগ করে চলে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন চৌধুরী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশি প্রহরায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে হলত্যাগ করেছে।
বিবার্তা/শরীফুল/জেমি/জিয়া