অভিনয়শিল্পীরা যত সুন্দর হোক না কেনো তাকে চরিত্রের প্রয়োজনে নিতে হয় উপযুক্ত মেকআপ। আর একজন গুনী মেকআপ আর্টিস্ট বা রুপসজ্জাকার ছিলেন ফারুক হোসেন। অনেকদিন ধরেই অসুস্থ থাকার পর রোববার দুপুর ১টা ৪৬ মিনিটে রাজধানীর পিজি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সংবাদটি নিশ্চিত করেছেন অভিনেত্রী তারিন। তিনি তার সঙ্গে অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন তিনি।
‘পৌষ ফাগুনের পালা’, ‘বন্ধন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন ফারুক। তিনি শুধু একজন অভিজ্ঞ আর্টিস্ট ছিলেন তা না, এসবের বাইরে তিনি ভালো মনের একজন মানুষ ছিলেন।
ফারুক হোসেন পর্দায় অসংখ্য চরিত্রকে রুপায়ন দিয়েছেন তার হাতের ছোঁয়ায়। অভিনেত্রী আফসানা মিমির টিভি প্রোডাকশনগুলোতে নিয়মিত কাজ করেছেন তিনি। এছাড়া নির্মাতা সুমন ধরের প্রথম চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিমঅলা’, টিভি প্রোডাকশন ‘তপুর সাইকেল’, ‘ধুপি কমলি বালার বেনারসি’, ‘বালি’, ‘পৃথিবীর পথে’, ‘পানা ফুল ধুতরা ফুল’সহ অসংখ্য কাজে রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর।
বিবার্তা/অভি/মৌসুমী