আগামী বছরই শুরু হচ্ছে ‘তিন কন্যা’র কাজ

আগামী বছরই শুরু হচ্ছে ‘তিন কন্যা’র কাজ
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ২০:০৪:৪২
আগামী বছরই শুরু হচ্ছে ‘তিন কন্যা’র কাজ
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+
প্রায় দুবছর আগে চিত্রনায়িকা সুচন্দা ঘোষণা দিয়েছিলেন যে তিনি তাদের তিন বোনকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করবেন। সেই ঘোষণার পর তথ্যচিত্রটির স্ক্রিপ্ট নিয়েই অনেক সময় কেটে গেছে সুচন্দার। শুধু তাই নয়, অন্যান্য ব্যস্ততার মধ্যদিয়েই কেটেছে সময় তার। কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থও ছিলেন তিনি। যে কারণে সুচন্দা, ববিতা ও চম্পার জীবনী নিয়ে তথ্যচিত্র ‘তিন কন্যা’নির্মাণ পিছিয়ে যায়। 
 
কিন্তু এবার সুচন্দা বলা যায় বেশ প্রস্তুত। আগামী বছরের শুরুতেই তিনি নির্মাণ করতে যাচ্ছেন তিন বোনের জীবনী নিয়ে তথ্যচিত্র ‘তিন কন্যা’র কাজ। 
 
সুচন্দা বলেন, ‘আমার বাবার ইচ্ছে ছিলো তিন বোনকে একসঙ্গে সিনেমার পর্দায় দেখার। বাবার সেই স্বপ্ন পূরণ করেছিলাম প্রয়াত শিবলী সাদিককে দিয়ে তিন কন্যা সিনেমাটি নির্মাণের মধ্যদিয়ে। যদিও বাবা তা দেখে যেতে পারেননি। কিন্তু তিন কন্যা নির্মাণের পর আমার নিজের ইচ্ছে হলো যে আমাদের তিন বোনের ছোট থেকে আজকের দিন পর্যন্ত নানান উল্লেখযোগ্য ঘটনা, সুখের, দুঃখের নানান স্মৃতি নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা। তারই কাজ নিয়ে ব্যস্ত আমি। আশা করছি আগামী বছরের শুরুতেই এটি নির্মাণ কাজ শুরু করতে পারবো।’ 
 
এদিকে বড় বোন সুচন্দার তথ্যচিত্র নির্মাণের বিষয়টিকে ভীষণ ভালোলাগার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ববিতা বলেন, ‘অবশ্যই বিষয়টি অনেক ভালোলাগার, অনেক আনন্দের এবং অনেক কষ্টসাপেক্ষ বিষয়। আমি নিজেও কাজটি করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস বড় আপা কাজটি বেশ ভালোভাবে সম্পন্ন করতে পারবেন, আমাদের আরো একটি স্বপ্ন পূরণ হবে।’ 
 
চম্পা বলেন,  ‘আমার বড় দুই বোন সুচন্দা আপা, ববিতা আপা আমার গর্ব। আমি মাথা উঁচু করে বলতে পারি আমি তাদের বোন। চলচ্চিত্রের জন্যই আমরা নিবেদিত সবসময়। চলচ্চিত্রই আমাদের আজকের তিন কন্যায় পরিণত করেছে। বড় আপা যেন ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারেন এই দোয়াই করছি মনে মনে।’ 
 
এদিকে গত শনিবার রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে সুচন্দা, ববিতা ও চম্পা অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউজ  ‘এস ফ্যাশন হাউ’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সুচন্দা, ফ্যাশন হাউজটির ওয়েবসাইট উদ্বোধন করেন ববিতা এবং ফ্যাশন শোতে প্রথমবারের মতো শো স্টার হিসেবে আসেন চম্পা। ফ্যাশন হাউজটির কর্ণধার সাব্বির শাওকত পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন। 
 
বিবার্তা/অভি/মৌসুমী
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com