সাধারণত বাচ্চাদের শরীর ম্যাসাজ করার জন্য বেবি অয়েল ব্যবহার করা হয়। তাছাড়া নাম থেকেই বোঝা যায় এটা বাচ্চাদের জন্য তৈরি। তাই প্রায় সবার মধ্যে একটা ধারণা রয়েছে- বেবি অয়েল শুধু শিশুদের জন্যই। কিন্তু না, বড়দের ক্ষেত্রেও ত্বক ভাল রাখতে সাহায্য করে বেবি অয়েল। তবে শুধু ত্বকের জন্য নয়, প্রতি দিনের আরও অনেক কাজেও ব্যবহার করতে পারেন বেবি অয়েল। জেনে নিন এমনই কিছু কাজ।
> রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখতে বেবি অয়েল লাগিয়ে রাখুন কিছু ক্ষণ। কিছু ক্ষম পর ঘষে পরিষ্কার করে নিন। জলের দাগ যেমন উঠে যাবে, তেমনই জীবাণুও মরে যাবে।
> হাতে আঠা লেগে গেছে বা কোনও কিছুতে চ্যাটচ্যাট করছে? বেবি অয়েল লাগিয়ে ধুয়ে ফেলুন।
> প্রতি দিন ব্যবহার করতে করতে বাথরুমের স্টিলের কলে জলের দাগ-ছোপ পড়ে যায়। অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে ঝকঝকে ভাব নষ্ট হয়ে যায়। বেবি অয়েল দিয়ে পরিষ্কার করলে আবার নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে।
> স্টিলের বাসনের চকচকে ভাব ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায়। বেবি অয়েল দিয়ে ঘষে পরিষ্কার করলে আবার আগের মতো ঝকঝকে হয়ে যাবে।
> মেকআপ রিমুভার শেষ হয়ে গেছে? তুলোয় বেবি অয়েল লাগিয়ে নিন। মেকআপ তোলাও সহজ হবে, ত্বকও ভাল থাকবে।
> আংটি আঙুলে টাইট হয়ে গেছে। খুলতে পারছেন না? বেবি অয়েল লাগিয়ে নিন আঙুলে। সহজেই খুলে আসবে আংটি।
> কানে ময়লা জমে থাকলে অনেক সময় শুকনো বাডের সাহায্যে বের করা সম্ভব নয়। ব্যথা লাগে। বাড বেবি অয়েলে ভিজিয়ে নিন কানের মধ্যে দু’ফোঁটা বেবি অয়েল ঢেলে নিন। এতে জমে থাকা ময়লা নরম হবে। সহজে বেরিয়ে আসবে।
> নিজের জাঙ্ক জুয়েলারি যতই গুছিয়ে রাখুন না কেন, কিছু কিছু অ্যাক্সেসরিজ জড়িয়ে যায়। খোলার সময় ধৈর্য না হারিয়ে বেবি অয়েল লাগিয়ে নিন। সহজে ছাড়াতে পারবেন।
বিবার্তা/জাকিয়া/যুথি