প্রেম না জোটার কারণ

প্রেম না জোটার কারণ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩:৪৩
প্রেম না জোটার কারণ
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+
প্রেমে পড়া মানুষের সহজাত প্রবণতা। আর প্রথম দর্শনে প্রেমের তো তুলনাই চলে না। কিন্তু মেয়েরা প্রথম দর্শনে সচরাচর কোনও পুরুষের প্রেমে পড়েন না। মূলত পুরুষদের বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং আচরণের কারণে মেয়েরা প্রথম দেখাতেই তাদের প্রেমে পড়ে যান। তবে এমন কিছু পুরুষও আছে যারা প্রেম করতে চেয়েও, তাদের জীবনে প্রেম আসে না। এর অবশ্য কিছু কারণও আছে। এক পলকে সেগুলো জেনে নিন...
 
> মেয়েদের দেখলেই আপনি ঘাবড়ে যান। মেয়েদের সাথে মেলামেশায় আপনি তেমন অভ্যস্ত নন। তাই মেয়েরাও আপনাকে এড়িয়ে যান।
 
> কোনও মেয়ে আপনার সাথে একটু হেসে কথা বললেই আপনি ভেবে বসেন, সে নির্ঘাৎ আপনার প্রেমে পড়ে গেছে। এমন ছেলেদের কোনো মেয়েই পছন্দ করেন না।
 
> আপনি যদি প্রেমে পড়ে শুরুতেই কোনো মেয়ের সাথে মেলামেশা করতে চান, তাহলে সে স্বভাবতই বিরক্ত হবে। কারণ এগুলো অধিকাংশ মেয়েদের পছন্দের বাইরে।
 
> আপনি ভয়ানকভাবে পৌরুষের অহঙ্কারে ভোগেন। মেয়ে মানেই বোকা, ন্যাকা— এমনটাই ধারণা আপনার। তাই মেয়েরাও আপনার ধারে কাছে আসতে চায় না।
 
> আপনার কথাবার্তা আচার-আচরণে মেয়েদের ছোট চোখে দেখার মানসিকতা প্রকাশ পায়। তাহলে স্বভাবতই মেয়েরা আপনাকে এড়িয়ে চলবে।
 
> কোন মেয়ের সাথে কী ধরনের রসিকতা করা উচিৎ, সেই জ্ঞান আপনার না থাকলে প্রেম জুটবে না কপালে।
 
> আপনি যদি এমন কোনো রসিকতা করেন যা অশালী‌ন, কিংবা মেয়েদের পক্ষে অপমানজনক, তা হলে মেয়েরা আপনাকে অপছন্দ করবেই।
 
> আপনি সব সময়েই একজন প্রেমিকা জোটানোর জন্য হন্যে হয়ে ঘুরছেন। ফলে যে কোনও মেয়ের সঙ্গেই আলাপ হোক না কেন, আপনি সেই মেয়েকে নিজের প্রেমিকা করে তোলার জন্য উঠেপড়ে লাগেন। মেয়েটির পক্ষে এটি খুব অস্বস্তিকর অভিজ্ঞতা কিন্তু।
 
> সাধারণভাবে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষদেরই পছন্দ করে। যদি নোংরা জামা, এলোমেলো চুল, কিংবা গায়ে ঘামের দুর্গন্ধ নিয়ে নারীসঙ্গ করতে যান, তা হলে মেয়েরা আপনার থেকে দূরে সরে যাবে— এটাই স্বাভাবিক।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com