বডি স্প্রে দীর্ঘক্ষণ স্থায়ী করার টিপস

বডি স্প্রে দীর্ঘক্ষণ স্থায়ী করার টিপস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ০৯:১৮:০০
বডি স্প্রে দীর্ঘক্ষণ স্থায়ী করার টিপস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনীর মধ্য বডি স্প্রে অন্যতম। বাইরে যাওয়া, কাজে বা ঘুরতে সব জায়গাতেই এর ব্যবহার রয়েছে। ঘামের দুর্গন্ধ থেকে দূরে থাকতে বডি স্প্রের তুলনা নেই। তবে অনেক ক্ষেত্রেই এর সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না। সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে কিছু টিপস:
 
ভালো ব্র্যান্ড বাছাই করুন: বডি স্প্রে ব্যবহারের সময় ভালো ব্র্যান্ড দেখে ব্যবহার করা উচিত। তা নাহলে যে কোনো ব্র্যান্ডের বডি স্প্রের সুগন্ধি বেশিক্ষণ তো থাকবেই না পাশাপাশি তা ত্বকের নানা ধরনের ক্ষতি হতে পারে। তাই সুগন্ধি দীর্ঘক্ষণ থাকে এমন একটি ব্র্যান্ড বাছাই করুন।
 
বিভিন্ন অংশে ব্যবহার করুন: বডি স্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে দেহের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন। সাধারণত তা বগলে ব্যবহারের পর ঘামের গন্ধে বিলীন হয়ে যায়। এ জন্য যে অংশগুলো ঘামে না যেমন কানের পেছনে, গলায় ইত্যাদি জায়গায় ব্যবহারে করতে পারেন। ফলে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
বডি স্প্রে দীর্ঘক্ষণ স্থায়ী করার টিপস
কাপড়ে ব্যবহার করবেন না: অনেকেই বডি স্প্রে কাপড়ে ব্যবহার করে থাকেন এবং স্প্রে করার পরে জায়গাটি ঘষে থাকেন। এই ধরনের কাজ একেবারেই করবেন না। এতে সুগন্ধি আরো নষ্ট হয়ে যায়। আর সব সময় শরীরে ব্যবহার করবেন।
 
স্প্রে করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন: বডি স্প্রেটি বডিতে স্প্রে করার সঙ্গে সঙ্গে কাপড় পরবেন না, কিছুক্ষণ অপেক্ষা করুন। যেন স্প্রেটি সারা গায়ে ছড়িয়ে পড়ে।
 
কম ঘামার চেষ্টা করুন: অতিরিক্ত ঘামলে বডি স্প্রের সুগন্ধি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। এ জন্য যতটা সম্ভব কম ঘামার চেষ্টা করুন। তাহলে বডি স্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
 
একই সুগন্ধিযুক্ত অন্য প্রসাধন ব্যবহার করুন: আপনি যেই ব্র্যান্ডের বডি স্প্রে ব্যবহার করছেন একই ব্র্যান্ডের এবং একই ঘ্রাণযুক্ত অন্য প্রসাধনীও ব্যবহার করুন। এতে বডি স্প্রের সুগন্ধি দিনশেষে নিঃশেষ হয়ে গেলেও অন্য প্রসাধনের সুগন্ধি আপনাকে সতেজ রাখবে।
 
কিছুক্ষণ পরপর ব্যবহার করুন: আপনার বডি স্প্রেটি যদি একেবারেই কম সময় স্থায়ী হয়ে থাকে তাহলে এটিকে সবসময় অপনার সঙ্গেই রাখুন এবং একটু পরপর ব্যবহার করুন।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com