কর্মজীবী মানুষের দিনের বড় একটা সময় অফিসে কাটাতে হয়। অফিসে কেমন আচরণ করছেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। অফিসে একটু অসচেতন হলে সম্মুখীন হতে হয় প্রতিকূল পরিস্থিতির। অফিসে কিছু আদবকেতা সবার মেনে চলা উচিত।
১. সহকর্মীদের আলোচনার মাঝে কথা বলা থেকে বিরত থাকুন। দুজন সহকর্মী যখন নিজেদের মধ্যে কথা বলেন, তখন তাদের মাঝে কথা বলাটা যেমন অভদ্রতা তেমনি তা সহকর্মীদের বিরক্তির কারণ হয়।
২. অফিসে জোরে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার কথার আওয়াজ অন্যের সমস্যা কারণ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
৩. যেসব অফিসে নির্দিষ্ট পোশাক পরার নিয়ম নেই তারা পোশাকের দিকে বিশেষ খেয়াল রাখবেন। অফিসে নিজেকে যতটা সম্ভব মার্জিত, ভদ্র, রুচিসম্মত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্মার্টলি উপস্থাপন করুন।
৪. যেসব জুতা থেকে হাঁটার সময় শব্দ হয় এমন জুতা ব্যবহার না করা ভাল।
৫. সহকর্মীদের সাথে জাদুকরী দুটি শব্দ সবসময় বলুন। তা হল Thank you এবং Please। ছোট এই দুটি শব্দ সহকর্মীর সাথে আপনার সম্পর্ক আরও সহজ এবং সুন্দর করে তুলবে।
৬. কড়া গন্ধযুক্ত খাবার অফিসে আনা থেকে বিরত থাকুন।
৭. কড়া গন্ধের সুগন্ধি বা আতর ব্যবহার করবেন না। হাল্কা ঘ্রানের বডি স্প্রে/ ডিওডরেন্ট ব্যবহার করুন।
৮. নিজের ডেস্ক এবং ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখার অভ্যাস করুন।
৯. মোবাইল ফোনের রিঙ টোন নিয়ন্ত্রণ রাখুন। এমন রিঙ টোন ব্যবহার করুন যাতে অন্য সহকর্মীর কাজে সমস্যা না হয়।
১০. অফিসে অতিরিক্ত ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। খুব বেশি জরুরি প্রয়োজন না হলে অফিসের টেলিফোন দিয়ে বাড়িতে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলা পরিহার করুন।
১১. হাতের কাজ, জরুরি অ্যাসাইনমেন্ট শেষ করেই অফিস ত্যাগ করা উচিত, অর্ধসমাপ্ত কিংবা অসমাপ্ত অবস্থায় কাজ রেখে যাওয়া উচিত নয়।
১২. অফিসে অন্যের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা এড়িয়ে চলার চেষ্টা করুন।
বিবার্তা/জিয়া