ফেস পাউডারের ভিন্নধর্মী ব্যবহার

ফেস পাউডারের ভিন্নধর্মী ব্যবহার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৮:১৯
ফেস পাউডারের ভিন্নধর্মী ব্যবহার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌন্দর্যপিপাসু যে কোনো নারীর কাছেই ফেস পাউডার এক অতি পরিচিত নাম। মিষ্টি সুগন্ধযুক্ত এই পাউডার মুখের তৈলাক্ত ভাব দূর করে। মেকআপের ফাইনাল টাচ দিয়ে থাকে এই ফেস পাউডার। কিন্তু এছাড়া এর কোন ব্যবহার আছে কি? যদি বলি যেই সমস্যাগুলোর সমাধান খুঁজে আপনি ক্লান্ত কিন্তু কোনো উপায় খুঁজে পাননি সেই সমস্যাগুলোর সমাধান করে দিতে পারে এই ফেস পাউডার। কিভাবে? চলুন তবে জেনে নেয়া যাক।

ওয়াক্সিয়ের কষ্টদায়ক ব্যথা থেকে মুক্তি: ওয়াক্সিং করতে ভালোবাসেন কিন্তু ব্যথার ভয়ে করেন না, এমন মানুষের সংখ্যা নেহায়েৎ কম নয়। এই কষ্টদায়ক ব্যথা থেকে মুক্তি পেতে ফেস পাউডার নিঃসন্দেহে খুব ভালো সমাধান দেবে আপনাকে। ওয়াক্সিং করার পূর্বে ওয়াক্সিং করার স্থানে একটু ফেস পাউডার দিয়ে নিন, তারপর ওয়াক্সিং করুন। ফেস পাউডার লোমকূপের ভেতরে গিয়ে আপনার লোম খুব সহজে এবং ব্যথাহীনভাবে উপড়ে ফেলতে সাহায্য করবে। কেবল তাই নয়। ফেস পাউডার ওয়াক্সিংয়ের পর আপনার ত্বককে লাল হওয়া থেকেও রক্ষা করবে।

পোশাক থেকে তেল চিটচিটে দাগ দূর করতে: আপনার প্রিয় পোশাক থেকে তেলের দাগ তোলার সবচেয়ে দ্রুততম উপায় হচ্ছে ফেস পাউডার ব্যবহার করা। অবাক হচ্ছেন? কখনও পোশাক থেকে তেল চিটচিটে অবস্থা দূর করতে হলে সে স্থানে ফেস পাউডার দিয়ে ঘষতে থাকুন। তারপর ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। যতক্ষণ পর্যন্ত না পোশাকের সাধারণ অবস্থা ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটি চালিয়ে যান বারবার। ধীরে ধীরে দাগ উঠে যাবে।

শুষ্ক শ্যাম্পু হিসেবে ফেস পাউডার: শুষ্ক শ্যাম্পুর বিকল্প হিসেবে ফেস পাউডারের জুড়ি নেই। এ জন্য আপনাকে যা করতে হবে তা হল চিরুনিতে খানিকটা ফেস পাউডার ছড়িয়ে সুন্দর করে মাথার ত্বক থেকে শুরু করে উপরিভাগ পর্যন্ত চুল আঁচড়ে নিতে হবে। ফেস পাউডার আপনার চুল থেক তৈলাক্ত ভাব দূর করে শাইনি ভাব এনে দেবে আর চুলকে মিষ্টি সুগন্ধে ভরিয়ে তুলবে। আর এই সুগন্ধ কিন্তু পরবর্তী চুল ধোয়া পর্যন্ত বহাল থাকবে।

জুতোর ভেতরের কটু গন্ধ দূর করতে: শু জুতো বা স্কুলের জুতোগুলোতে বিশেষ করে প্রচণ্ড কটু গন্ধ হয় আর তার জন্য অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। এই গন্ধ থেকে মুক্তি পেতে ব্যবহার করুন ফেস পাউডার। রাতের বেলার জুতোর ভেতরে ফেস পাউডার ছড়িয়ে রাখুন। দিনে বাইরে বের হবার সময় পাউডারগুলো ঝেড়ে ফেলে দিন। চাইলে রেখেও দিতে পারেন। আর জুতোর ভেতর কটু গন্ধ হবে না।

পিঁপড়ার যন্ত্রণা থেকে মুক্তি: ঘরকে পিঁপড়ামুক্ত রাখতে ব্যবহার করুন ফেস পাউডার। পুরো ঘরে একটু একটু করে ফেস পাউডার ছড়িয়ে দিন। দেখবেন, পিঁপড়ের দল পালাচ্ছে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য এটি সবচেয়ে ভালো কেননা এতে কোন ক্ষতিকারক পদার্থ নেই। আর সেই সাথে আপনার রান্নাঘরও থাকবে সুরক্ষিত।

পুরনো বইয়ে সতেজতা: খুব বেশি পুরনো বইগুলোতে কেমন জানি একটা স্যাঁতসেঁতে গন্ধ থাকে। সতেজতা ফিরে পেতে চান? বুকশেলফ থেকে পুরনো বইগুলো বের করুন। খানিকটা সময় বাতাসে রাখুন যেন আর্দ্রভাব শুকিয়ে যায়। এরপর কয়েক পৃষ্ঠা পর পর চিমটি করে ফেস পাউডার দিয়ে দিন। বই বন্ধ করে সারা রাত রেখে দিন। পরদিন সকালে বই খুলে পাউডার ঝেড়ে ফেলুন আর দেখুন বইয়ের সতেজতা। সূত্র: স্টাইল ক্রেজ।

বিবার্তা/জিয়া
 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com