ঈদ মানেই এখানে ওখানে ঘুরে বেড়ানো এবং সবচাইতে সুন্দর লাগুক এই লক্ষ্যে নিজেকে সাজানো। আর তাই সাজগোজে প্রসাধনীর কমতি থাকে কোনোভাবেই। কিন্তু ঈদ শেষ হলেই বোঝা যায় কতটা ধকল গেছে শরীর ও মনের ওপর। কারণ, এই সময় লম্বা পথ পাড়ি দিতে হয় অনেকের। মেকআপ নিয়ে দিক বিদিক ঘুরে বেড়িয়ে চেহারার একেবারে নাজেহাল অবস্থা। তাই এখন ত্বকের একটু বাড়তি যত্নের প্রয়োজন। কীভাবে ত্বকের যত্ন নিবেন তা জেনে নিন এই প্রতিবেদন থেকে-
> ঈদের আগে যেমন ত্বকের সৌন্দর্য্যে ফেশিয়াল করেছেন, এখনো একবার করিয়ে নিন। এ ক্ষেত্রে ক্লিনজিং ফেশিয়াল ভালো হবে। এতে ত্বক পরিষ্কার হবে এবং ব্রণ কম উঠবে। পার্লারে না গিয়ে বাড়িতেই করে ফেলুন। এতে ত্বকের হারানো উজ্জলতা ফিরে আসবে।
> বাসায় বাড়তি যত্নের জন্য ব্যবহার করতে হবে ফেস প্যাক। রোদে পুড়ে যাওয়া ভাব দূর করতে শসার রস ফ্রিজে রেখে সেটা তুলা দিয়ে সারা মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ঠিক একইভাবে লাগাতে পারেন আলুর রসও। এতে চোখের নিচের কালো দাগ দূর হয়।
> ঈদের পর অন্তত সপ্তাহে তিন দিন বেসনের সাথে দুই চামচ টকদই ও গোলাপ পানি দিয়ে পেস্ট করে মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এতে মুখের ত্বক সতেজ এবং উজ্জ্বল হয়। তবে এটি নিয়মিত চালিয়ে যেতে পারলে ত্বকের জন্য বেশ ভালো।
> এছাড়া মসুর ডাল পেস্ট করে তার সঙ্গে কাঁচা হলুদ বেটে মুখে লাগান। কিছুক্ষণ রাখার পর দুই হাত দিয়ে আলতো করে ঘষে নিন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মুখের ময়লা পরিষ্কার হয় এবং ত্বকের কোষগুলোর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
> রুটিনের বাইরে চলার কারণে স্পর্শকাতর ত্বক যাদের, তাদের ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে। তাই রাতে ঘুমানোর আগে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। তারপর একটু পানিসহ মুখে দুই হাতের তালুতে গ্লিসারিন নিয়ে হালকা করে লাগান। সকালে উঠে দেখবেন ত্বক অনেক নরম হয়ে আছে। এতে নতুন করে আর ব্রণ উঠবে না।
> মুখের যত্ন তো থাকবেই, তবে সেই সাথে নিন হাত-পায়ের যত্ন। নিয়মিত ম্যানিকিওর-পেডিকিওরের মাধ্যমে পরিচ্ছন্ন রাখুন হাত-পা। আর ত্বকের কালচে ভাব দূর করতে কাঁচা দুধ ও মধু মেখে ৫ মিনিট পর গোসল করে ফেলুন। এতে রোদে পোড়া ভাব দূর হবে। ফলে ত্বক উজ্জল দেখাবে।
বিবার্তা/জাকিয়া/যুথি