নারিকেল তেল ২৬ কাজে লাগে

নারিকেল তেল ২৬ কাজে লাগে
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৮:৩৯
নারিকেল তেল ২৬ কাজে লাগে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
নারিকেল তেল আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন? বেশিরভাগ মানুষই উত্তর দেবেন চুলের পরিচর্যার জন্য। কেউ কেউ আবার এর সাথে যোগ করবেন রান্নার কাজেও ব্যবহার করা যায়। কিন্তু নারিকেল তেলের ব্যবহার কি এই পর্যন্তই? আজকে চলুন নারিকেল তেলের এমন ২৬টি ব্যবহারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা আপনার কাছে এখনো অজানা।
 
১. রাতে মেকআপ তুলে না ঘুমালে ত্বকে ব্রণ উঠে তা সকলেই জানেন। ঘরে মেকআপ রিমুভার না থাকলে ব্যবহার করুন নারিকেল তেল।
 
২. নখের পাশের চামড়া মোটা হয়ে খসখসে হয়ে যায়? যে কোনো লোশনের পরিবর্তে ব্যবহার করুন নারিকেল তেল।
 
৩. নেলপলিশ নখের পাশে চামড়ায় লেগে গেলে তুলতে বেশ যন্ত্রণা পোহাতে হয়। এই সমস্যা সমাধানে নেলপলিশ লাগানোর আগে নখের পাশে নারকেল তেল লাগিয়ে নিন।
 
৪. সমপরিমাণ নারিকেল তেল ও অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ মিশিয়ে এই মিশ্রণ দিয়ে মেকআপ ব্রাশ পরিষ্কার করে নিতে পারেন খুবই সহজে।
 
৫. নারিকেল তেলের সাথে চিনি মিশিয়ে প্রাকৃতিক কার্যকরী বডি স্ক্রাব তৈরি করে নিন।
 
৬. নারিকেল তেলের সাথে বেকিং সোডা ও কর্ন স্টার্চ মিশিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ডিওডরেন্ট। আপনার দেহকে রাখবে একেবারেই দুর্গন্ধমুক্ত।
 
৭. ঠোঁটের চামড়া ফেটে যাওয়া সমস্যার সমাধান করুন শুধুমাত্র নারিকেল তেলের ব্যবহারেই।
 
৮. মেকআপ করার পর চিকবোন হাইলাইট করার কাছে অনায়াসেই ব্যবহার করতে পারেন নারিকেল তেল।
 
৯. যারা ওয়াক্সিং না করে অবাঞ্ছিত লোম শেভ করেন তারা খুবই স্মুথ শেভ করতে পারবেন নারিকেল তেল ব্যবহার করে।
 
১০. এসেনশিয়াল অয়েল, শিয়া বাটার নারকেল তেলে মিশিয়ে দারুণ সুগন্ধি পোকামাকড় দূর করার ক্রিম তৈরি করে নিতে পারেন।
 
১১. ত্বক হাইড্রেট করতে খুবই কার্যকরী নারিকেল তেল।
 
১২. চুলের মলিনতা দূর করে নারকেল তেল নিমেষেই।
নারিকেল তেল ২৬ কাজে লাগে
১৩. বুকে জমে যাওয়া কফ দূর করতে ঘরে বানিয়ে নিতে পারেন কনজেশন রিলিফ ক্রিম। আধা কাপ নারিকেল তেল, রোজমেরি, দারুচিনি এবং ইউক্যালিপটাস এসেনশিয়াল তেল একসাথে মিশিয়ে নিন এবং বুকে মালিশ করুন।
 
১৪. ত্বকে ফাটা দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন নারিকেল তেল।
 
১৫. চুলের জট চিরুনি দিয়ে আঁচড়ে ঠিক করতে গেলে চুল ছিঁড়বেই। কিন্তু প্রথমে নারিকেল তেল মেখে নিলে আর ছিঁড়বে না।
 
১৬. নরম কোমল মসৃণ পায়ের জন্য নারিকেল তেল মেখে মোজা পায়ে ঘুমুতে যান।
 
১৭. কানে রিং পরতে পারছেন না? একটু নারিকেল তেল লাগিয়ে নিন কানে, ব্যস সমস্যার সমাধান নিমেষেই।
 
১৮. আইশ্যাডো গুঁড়োয় একটু নারিকেল তেল মিশিয়ে নিজের পছন্দের রঙের লিপগ্লস তৈরি করতে পারেন অনায়াসে।
 
১৯. আইভ্রু ঘন কালো সুন্দর করতে ব্যবহার করুন নারিকেল তেল।
 
২০. নেলপলিশের বোতলের মুখ আটকে যায় বারবার? নেলপলিশ ব্যবহারের পর বোতলের মুখে নারিকেল তেল লাগিয়ে মুখ লাগান, আর আটকে যাবে না।
 
২১. আইল্যাশ লাগিয়েছিলেন? কিন্তু আসল চোখের পাপড়িতেও আঠা লেগেছে? নারিকেল তেল দিয়ে খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবেন।
 
২২. চোখের নিচের ফোলাভাব দূর করতে একটি কটনপ্যাডে নারিকেল তেল লাগিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর চোখের নিচে লাগিয়ে রাখুন। ব্যস সমস্যার সমাধান।
 
২৩. মুখের দুর্গন্ধ? নারিকেল তেল মুখে দিয়ে কুলকুচা করে নিন। (এখানে খাওয়ার নারিকেল তেল ব্যবহার করতে হবে)।
 
২৪. মাথায় উকুন হলে চিন্তা করবেন না একেবারেই। ৮ কোয়া রসুন বেটে নিয়ে নারকেল তেলে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ধুয়ে নিলেই সমস্যার সমাধান।
 
২৫. চেইন আটকে গিয়েছে ব্যাগ বা কাপড়ের? একটু নারিকেল তেল লাগিয়ে নিন।
 
২৬. আঙুলে আংটি আটকে গেলে টানাটানি করে ব্যথা পাবেন না। আঙুলে লাগিয়ে নিন নারিকেল তেল।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com