চাল ধোয়া পানি আর ফেনে ‘বিউটি সিক্রেট’

চাল ধোয়া পানি আর ফেনে ‘বিউটি সিক্রেট’
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৪০:০৯
চাল ধোয়া পানি আর ফেনে ‘বিউটি সিক্রেট’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
একবার ভাত হয়ে গেলে, ফেন বা মাড়টা কি কখনও রেখে দিয়েছেন? সুতির জামা-কাপড়ে মাড় দেয়ার প্রয়োজনে, মাঝেমধ্যে কেউ ভাতের ফেন রেখে দিলেও, সাধারণত অপ্রয়োজনীয় ধরে নিয়ে ফেলেই দেন।
 
কিন্তু, জানেন কি ভাতের ফেন বা চাল ধোয়া পানিতে রয়েছে ‘বিউটি সিক্রেট’? নানা ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ। শুধু ত্বক নয়, চুলের জন্যও যা উপকারী। প্রকৃতপক্ষে ভাতের ফেনে রয়েছে ৮টি জরুরি অ্যামাইনো অ্যাসিড, যা পেশি পুনর্গঠনে সাহায্য করে। এতে থাকা কার্বোহাইড্রেট এনার্জির জোগান দেয়। ফলে, এরপর ভাতের ফেন ফেলে না দিয়ে, কাজে লাগান।
 
ফেন মাখতে অস্বস্তি বোধ করলে, কিছুটা চাল ধুয়ে অল্প ফুটিয়ে, সেই পানি ফ্রিজে ঠাণ্ডা করেও মাখতে পারেন। সমান উপকারী।
 
চুল ভালো রাখে: চুলে শ্যাম্পু করার পর ভাতের ফেন দিয়ে মাথাটা ভালো করে ঘষে নিন। কয়েক মিনিট এ অবস্থায় রেখে দিয়ে, পানিতে ভালো করে চুল ধুয়ে নিন। কিছু দিনের মধ্যেই চুল হয়ে উঠবে মসৃণ, ঝলমলে। যাদের চুলের আগা ফেটে যাচ্ছে, তারাও উপকৃত হবেন।
চাল ধোয়া পানি আর ফেনে ‘বিউটি সিক্রেট’
ত্বকে জৌলুস আনে: যাদের ত্বক ঔজ্জ্বল্য হারাচ্ছে, তারাও মুখে ভাতের ফেন মাখতে পারেন। প্রথমে উষ্ণ গরম জলে মুখে ধুয়ে নিন। তারপর তুলোয় করে সারা মুখে ভাতের ফেন মাখুন। কিছুক্ষণ রেখে, মুখ ধুয়ে নিন। এতে ত্বকের জৌলুস ফেরার পাশাপাশি ত্বক টানটানও হবে। তাই মুখের বলিরেখা ঠেকাতে এটি ব্যবহার করতে পারেন।
 
ত্বকের জ্বালা ও প্রদাহের চিকিৎসায়: কিছুটা চাল টগবগ করে ফুটিয়ে নিয়ে সেই পানিটা একটা পাত্রে রেখে দিন। গায়ে বা শরীরের কোথাও র্যা শ বের হলে, অন্তত ১৫ মিনিট চুবিয়ে রাখুন। ফল পাবেন।
 
ব্রনেও কাজ দেয়: ব্রনে চালের পানি তুলোয় করে মুখে লাগালে, উপকার পাবেন।
 
এগজিমারও ওষুধ চালের পানি: যেখানে এগজিমা হয়েছে, চালের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। যত দিন না সম্পূর্ণ সারছে, লাগিয়ে যেতে হবে।
 
ডায়েরিয়ার ওষুধ: ডায়েরিয়ায় ভুগলে এক গ্লাস ভাতের ফেনে এক চিমটে লবণ মিশিয়ে খেয়ে নিন। চটপট পেট ঠিক হয়ে যাবে।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com