কি কি জিনিস ধার করবেন না

কি কি জিনিস ধার করবেন না
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৮:৫৮
কি কি জিনিস ধার করবেন না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ছেলেবেলা থেকেই বড়দের কাছ থেকে আমরা একটা বিষয় শিখে এসেছি যে, কারও কাছ থেকে কখনও কিছু ধার করতে নেই। ধার করার অনেক রকম প্রতিক্রিয়া হয়। আবার এর প্রভাব আমাদের জীবন এবং চরিত্রেও পড়ে। তবে কয়েকটি জিনিস একেবারেই ধার করা উচিত নয়। কারণ, সেটা আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে। জেনে নিন কোন জিনিসগুলো ধার করা উচিত না।
 
জামাকাপড়: নিজের দুর্ভাগ্য ডেকে আনতে না চাইলে কখনওই অন্য কারও পোশাক ধার করে পরবেন না। এটা শুধু দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যই নয়, এটা ব্যক্তিত্বের উপরেও অনেকটা প্রভাব ফেলে। তাই ধার করে পোশাক পরলে তা আপনার চরিত্রে খারাপ প্রভাব ফেলতে পারে। এইভাবেই আপনি নিজের দুর্ভাগ্য ডেকে আনতে পারেন।
 
টাকা: একটা কথা খুব শোনা যায়, টাকা সম্পর্ক নষ্ট করে দেয়। তাছাড়া অন্যের টাকার দিকে নজর দিলে আপনার কপালে লোভী তকমাও জুটতে পারে। তাই নিজের দুর্ভাগ্য ডেকে আনতে না চাইলে কখনওই কারও কাছ থেকে টাকা ধার করবেন না।
 
কলম: বলা হয়, কারও কাছ থেকে কলম ধার করা হল আর্থিক অযোগ্যতার লক্ষণ। তাই কারও কাছ থেকে যদি কখনও কলম ধার করেও থাকেন, তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিয়ে দিন।
 
ঘড়ি: সময় খারাপ যাওয়ার লক্ষণ হল কারও কাছ থেকে ঘড়ি ধার করা। বিশেষ করে, যখন কারও সময় খারাপ যায়, তখন সে অন্য কারও কাছে ঘড়ি ধার করে।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com