শরতের ঠাণ্ডা আবহাওয়ায় ইলিশ খিচুড়ি

শরতের ঠাণ্ডা আবহাওয়ায় ইলিশ খিচুড়ি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪০:৪৩
শরতের ঠাণ্ডা আবহাওয়ায় ইলিশ খিচুড়ি
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+
চলছে শরৎকাল। বাংলাদেশের কোমল, স্নিগ্ধ ঋতু এটি। এই সময়ে আবহাওয়া খানিকটা ঠান্ডা হয়ে আসে। এমন ঠাণ্ডা আবহাওয়ায় খিচুড়ি হলে মন্দ হয় না। আবার বাজারে দামে সস্তায় পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। তাহলে তো কথাই নেই, বাঙালি স্বাদ আরও মধুর করে তুলতে রেধে ফেলুন ইলিশ খিচুড়ি। রইলো রেসিপি-
 
উপকরণ
ইলিশ মাছ ১টি,
রসুন বাটা ১ চা. চামচ,
পোলাও চাল ২ কাপ,
পেঁয়াজ কুচি ২ চা. চামচ,
মসুর ডাল ১/২ কাপ,
আদা বাটা ১/২ চা. চামচ,
পেঁয়াজ বাটা ২ টে. চামচ,
ধনে ১ চা. চামচ,
হলুদ ১ চা. চামচ,
নারকেলের দুধ ১/২ কাপ,
মরিচ ১ চা. চামচ,
কাঁচামরিচ ৫/৬টি,
এলাচ ২টি,
তেল ১/২ কাপ,
দারুচিনি ২ টুকরো,
লবণ পরিমাণমত।
 
প্রস্তুত প্রণালী
প্রথমে মাছ বড় টুকরো করে কাটতে হবে। মাছে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রাখতে হবে। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে লাল হলে সব মসলা দিয়ে কষাতে হবে।
 
কিছুক্ষণ পর মাছ দিয়ে কষাতে হবে। মাছ কষানো হলে সাবধানে তুলে রাখতে হবে। ওই মসলাতে এবার চাল ও ডাল দিয়ে কষিয়ে মাপমত গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। 
 
খিচুড়ির পানি কমে এলে তুলে রাখা মাছগুলো বিছিয়ে নারকেলের দুধ দিয়ে কম আঁচে ১৫ মি. দমে রেখে নামাতে হবে। এবার গরম গরম পরিবেশন করতে হবে।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com