ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক বারবারা ট্রিয়নফি শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।
ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
বৈঠকে ডিআরইউ'র সাবেক সাধারণ সম্পাদক ও আইপিআই সদস্য সাইফুল আমিন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহ্দি আজাদ মাসুম, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভুঁইয়া, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, কার্যনির্বাহি সদস্য শেখ মাহমুদ এ রিয়াত, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি ও রিপোর্টারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আইপিআই ও ডিআরইউর মধ্যে নিয়মিত যোগাযোগ প্রতিষ্ঠা ও উভয় সংগঠনের কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে নেতৃবৃন্দ একমত পোষণ করেন।
বিবার্তা/রোকন/কাফী