দিনাজপুরে চ্যানেল আই’র ১৮তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর করিম চ্যানেলটির জন্মদিনের কেক কাটেন।
এসময় হুইপ ইকবালুর করিম বলেন, চ্যানেল আই মাটি ও মানুষের পক্ষে কথা বলে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরেছে। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ভালো কিছু সম্প্রসারণের পাশাপশি গঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের চাওয়া পাওয়া পূরণ করে সকলের মনি কোঠায় অবস্থান নিয়েছে চ্যানেল আই। এছাড়া চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছে। এগিয়ে চলেছে চ্যানেল আই।
আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ এবং দিনাজপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বেতার-টেলিভিশন শিল্পী পরিষদের সভাপতি ডা. শহীদুল ইসলাম খান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুরে চ্যানেল আই’র ১৮তম জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক জহির শাহ্ ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও ধারাভাষ্যকার রফিক।
এছাড়াও অনুষ্ঠানে দিনাজপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোসাদ্দেক হুসাইন, হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র মোস্তাফা কামাল রাজ, বিশিষ্ট চিকিৎসক বি. কে. বোস, হাকিমপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, দিনাজপুর সঙ্গীত কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদিন, আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সহসভাপতি এস এম খালেকুজ্জামান রাজু, আবুল কালাম বাবুল, বিশিষ্ট লেখিকা জিনাত রহমান, রোটারিয়ার শামীম কবির, শিক্ষাবিদ করীর মাস্টার, যুব সংগঠক মিনারুল ইসলাম মিনার, সমাজ সেবক আজাহার আলী মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শাহী/পলাশ/রয়েল