অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখা যায়নি দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলাকে। অফিসিয়ালি কিছু বলা না হলেও জানা গিয়েছিল ফ্লু’তে আক্রান্ত হয়েছিলেন আমলা। কিন্তু দ্বিতীয় ওয়ানডের একাদশে তার জায়গাই হলো না। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজম্যান্টের এই অদ্ভূত আচরণে বিষ্মিত বিশ্বের সাবেক ক্রিকেটাররা।
ওয়ানডেতে বিশ্বের ৩ নম্বর এবং টেস্টে ৪ নম্বর ব্যটসম্যানকে বাদ দেয়ায় টুইট করে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক কেপলার ওয়েলেস, সাবেক টেস্ট ব্যটসম্যান অ্যাশলে প্রিন্স এমনকী সাবেক অজি দলনেতা মাইকেল ক্লার্ক।
ওয়েলেস বলেছেন, ‘হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটার। তার এভাবে বাদ পড়ায় আমি চরম বিস্মিত।’
অ্যাশলে প্রিন্স বলেছেন, ‘আমি বিস্মিত! আমলা বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম। তার ব্যাটিং গড় ৫১.৮৭। এছাড়া ১০০০, ২০০০ এবং ৩০০০ রানের মাইলফলকে পৌঁছতে তার রেকর্ডও আছে। তাকে বাদ দেওয়াটা মোটেই সঠিক সিদ্ধান্ত নয়।’
প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক টুইটে লিখেছেন, ‘প্রতিটি দল ভিন্ন বলেই আমি জানি। কিন্তু হাশিম আমলার প্রতি দক্ষিণ আফ্রিকার এত উদাসীনতা কেন? দক্ষিণ আফ্রিকার উচিৎ হবে তাকে মাঠে নামানো।’
বিবার্ত/প্লাবন