ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৯:৪৪:৪১
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের দলের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
এই দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন। বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
 
দলে সুযোগ পাননি পেসার রুবেল হোসেন। তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন। শেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছিলেন।
 
দলে রাখা হয়েছে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। মোশাররফ সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডের দলে ছিলেন। দারুণ পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের আস্থা কুড়িয়েছেন তিনি।
 
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
 
২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।
 
বিবার্তা/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com