বানিয়াচংয়ে নির্বাচনোত্তর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বানিয়াচংয়ে নির্বাচনোত্তর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৬, ১২:২১:০৩
বানিয়াচংয়ে নির্বাচনোত্তর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ফয়সল চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট অ-অ+
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নে জয়ী এবং পরাজিত এক মেম্বার প্রার্থীর নির্বাচনোত্তর সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ রবিবার  সকাল ১০ টায় পুকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়ী মেম্বার পূর্ব পুকড়া গ্রামের ছুরত আলী এবং পরাজিত মেম্বারপ্রার্থী নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে করিম (৩৫), কাজল (২০), জলিল (৩৫), উজ্জল (২৫), আজিজ (৩৫), ইসরাক (৩০), হামিদ (৩৫), রাহিম (২৫), হাবিবুর (৩৫), দুলাল (৩২), জামাল (৪০), মুসা (১৮), দুলাল-২ (২০) ও এহসানসহ (২৬) ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  
 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩  এপ্রিল) বানিয়াচং উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পুকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ছুরত আলী মেম্বার নির্বাচিত হন। রাতে তার পক্ষের লোকজন বিজয় মিছিল বের করলে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। 
 
এরই জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
বিবার্তা/ফয়সল/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com