মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২৫শে মে রাতে কমলগঞ্জ আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, ২৮ মে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত দলীয় প্রার্থী দিয়েছে, কিন্তু দলের বিপক্ষে অবস্হান নিয়েছেন ৪ জন প্রার্থী, এবং ২৮ শে মে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন, ১নং পতনঊষা ইউনিয়নের বদরুজ্জামান চৌধুরী (চশমা) প্রতীকে, ৩নং মুন্সিবাজার ইউনিয়নের আওয়ামী লীগ মহিলা সম্পাদিকা মাজেদা কোরশী (আনারস) প্রতীকে, ৪নং শমশের নগর ইউনিয়নের আব্দুল গফুর (আনারস)প্রতীকে, ও ৭নং আদমপুর ইউনিয়ণের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাজির বকস (ঘোড়া) প্রতীকে, এই চার প্রার্থী দলের সিদ্ধান্ত অমান্য করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থিতা দাখিল করায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী চার প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগের উপজেলা সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক জানান, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, জেলা কর্তৃক ৪টি ইউনিয়নের দলীয় পদ থেকে চার সদস্যকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে অন্যের পক্ষে কাজ করছেন, এখনও সময় আছে ফিরে আসার, নতুবা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দেন।
বিবার্তা/হিমেল/জিয়া