ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল সেতুর গার্ডার দেবে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার রাত ২টার দিকে ভাড়াউড়া এলাকায় জানকীছড়ার উপরের এ সেতুর গার্ডার দেবে যায়। শনিবার দুপুরে মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. নাজমুল হক বলেন, রাতে প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল উপজেলাধীন জানকিছড়া রেল সেতুর একটি আরসিসি গার্ডার দেবে যায়। এরপর থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, মেরামত শেষে বেলা সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী রাতের আন্তঃনগর উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে।
বিবার্তা/নিশি