১৫০ রাউন্ড গুলিসহ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুস সবুর নামে যুক্তরাজ্য প্রবাসী আটক হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে ওই প্রবাসীর লাগেজ স্ক্যানিংয়ে গুলির বিষয়টি ধরা পড়লে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন।
আটক আব্দুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।
এমএজি ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আবুল বাশার গুলিসহ যুক্তরাজ্য প্রবাসীকে আটকের বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে পৌঁছেন আব্দুস সবুর।
সকাল ১০টার দিকে নিয়মানুযায়ী তার লাগেজ স্ক্যানিংয়ে ভেতরে গুলি থাকার বিষয়টি ধরা পড়ে। লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড শর্টগানের গুলি পাওয়া যায়।
আবুল বাশার আরো জানান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সবুর গুলির সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।
বিবার্তা/রোকন/কাফী