হবিগঞ্জে ২৭ ইউনিয়নে বিজয়ী যারা

হবিগঞ্জে ২৭ ইউনিয়নে বিজয়ী যারা
প্রকাশ : ০৫ জুন ২০১৬, ১০:১৪:০৯
হবিগঞ্জে ২৭ ইউনিয়নে বিজয়ী যারা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ষষ্ঠধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চার উপজেলার ২৭ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬ ইউনিয়নে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। 
 
শনিবার রাতে জেলা ও উপজেলার নির্বাচন অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন। 
 
হবিগঞ্জ সদর উপজেলায় নির্বাচিতরা হলেন ১নং লুকড়া ইউনিয়নে ফরহাদ আহমেদ আব্বাস (আ.লীগ), ২নং রিচি ইউনিয়নে মিয়া মো. ইলিয়াছ (বিএনপি), ৩নং তেঘরিয়া ইউনিয়নে মো. আনু মিয়া (আ.লীগ), ৪নং পইল ইউনিয়নে সৈয়দ মঈনুল হক আরিফ (স্বতন্ত্র), ৫নং গোপায়া ইউনিয়নে মো. আক্তার হোসেন (আ.লীগ বিদ্রোহী), ৬নং রাজিউড়া ইউনিয়নে এনামুল হক আহমেদ শেখ কামাল (আ.লীগ বিদ্রোহী), ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে বুলবুল খান (আ.লীগ), ৯নং নিজামপুর ইউনিয়নে তাজউদ্দিন আহমেদ তাজ (আ.লীগ বিদ্রোহী), ১০নং লস্করপুর ইউনিয়নে মাহবুবুর রহমান হিরো (আ.লীগ)। 
 
বাহুবল উপজেলায় নির্বাচিতরা হলেন ১নং স্নানঘাট ইউনিয়নে ফেরদৌস আলম (আ.লীগ), ২নং পুটিজুরী ইউনিয়নে শামছুদ্দিন তারা মিয়া (আ.লীগ), ৩নং সাতকাপন ইউনিয়নে শাহ মো. আবদাল মিয়া (জাপা), ৪নং বাহুবল সদর ইউনিয়নে মো. আজমল হোসেন চৌধুরী (আ.লীগ), ৫নং লামাতাশী ইউনিয়নে হাবিবুর রহমান চৌধুরী টেনু (আ.লীগ), ৬নং মিরপুর ইউনিয়নে মো. সাইফুদ্দিন লিয়াকত (আ.লীগ), ৭নং ভাদেশ্বর  ইউনিয়নে কামরুজ্জামান বশির (আ.লীগ)। 
 
চুনারুঘাট উপজেলায় নির্বাচিতরা হলেন ১নং গাজীপুর ইউনিয়নে মো. হুমায়ুন কবির খান (আ.লীগ), ২নং আহমদাবাদ ইউনিয়নে আবেদ হাসনাত চৌধুরী সনজু (আ.লীগ), ৩নং দেওরগাছ ইউনিয়নে আলহাজ শামছুন্নাহার (আ.লীগ), ৪নং পাইকপাড়া ইউনিয়নে স্বতন্ত্র শামছুজ্জামান শামীম (আ.লীগ বিদ্রোহী), ৫নং শানখলা ইউনিয়নে ফজলুর রহমান তরফদার (আ.লীগ), ৬নং সদর ইউনিয়নে সৈয়দ লিয়াকত হাসান (বিএনপি), ৭নং উবাহাটা ইউনিয়নে আওয়ামী লীগের আলহাজ রজব আলী (আ.লীগ), ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে আব্দুর রশিদ মাস্টার (আ.লীগ বিদ্রোহী), ৯নং রানীগাঁও ইউনিয়নে নুরুল মোমিন চৌধুরী ফারুক (আ.লীগ বিদ্রোহী), ১০নং মিরাশী ইউনিয়নে মো. রমিজ উদ্দিন (আ.লীগ বিদ্রোহী) 
 
বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নে রেহাছ মিয়া (আ.লীগ) নির্বাচিত হয়েছেন। 
 
বিবার্তা/ফয়সল/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com