সিলেটে মো. ইব্রাহিম খলিল হত্যা মামলায় তার স্ত্রী ফাতেহা মাশরুকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মফুর আলী মামলাটি পরিচালনা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে দিবাগত রাতে সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় নিজ বাসায় ইব্রাহিম আবু খলিলকে (৫৫) গলা কেটে হত্যা করা হয়। নিহত ইব্রাহিম ওই এলাকার বাসিন্দা সাদ উদ্দিন আল হাবীবের ছেলে। ওদিন রাতে খাওয়া-ধাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। সকালে খাটের নীচে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই বছরের ১৯ মে বিকেলে সিলেট মহানগর প্রথম আদালতের হাকিম মো. সাহেদুল করিমের কাছে এ হত্যার দায় স্বীকার করে তার স্ত্রী ফাতেহা মাশরুকা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আলামত বিশ্লেষণ ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলো।
বিবার্তা/আমিন/রয়েল