পঞ্চম পদে নিয়োগসহ সকল শূন্যপদে দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবিতে শেরপুরে ফের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্যানেলভুক্ত শিক্ষকরা। রবিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুপুরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবারও শেরপুর প্যানেলভুক্ত শিক্ষকরা মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি দিয়েছেন প্যানেলভুক্ত শিক্ষকরা।
বিবার্তা/সানী/ফারিজ