গৌরীপুরে সেচ বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

গৌরীপুরে সেচ বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ
প্রকাশ : ১২ জুন ২০১৬, ১৬:১৭:৪৬
গৌরীপুরে সেচ বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কৃষি সেচের অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার ও দুর্নীতি অনিয়ম বন্ধের দাবিতে রবিবার বিক্ষোভ করেছে ময়মনসিংহের গৌরীপুরের কৃষি সেচ বিদ্যুৎ গ্রাহক সমিতি। 
 
বিউবোর চেয়ারম্যানের স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার। তিনি বলেন, কৃষকদের দাবি যৌক্তিক। এতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
কৃষি সেচ বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আল বারী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, কৃষি সেচ বিদ্যুৎ গ্রাহক জয়নাল আবেদিন, সোহাগ মিয়া, মজিবুর রহমান, গিয়াস উদ্দিন, কাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল হেলিম, মো. লিটন মিয়া, আমির হামজা, মো. সাইদুল ইসলাম, নুর আহাম্মদ, চাঁন মিয়া, আব্দুল আজিজ, লুৎফল হক, আরব আলী, নুরুল আমিন, হাতেম আলী, মো. শহীদ মিয়া, রফিকুল ইসলাম, ইসহাক উদ্দিন, আব্দুস সাত্তার প্রমুখ।
 
বক্তারা, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, গ্রাহক হয়রানি ও বিদ্যুতের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি তোলেন।
 
গ্রাহকদের স্মারকলিপিতে লিখেন গজন্দর গ্রামের আলী হোসেনের ৮৫৮৩ ইউনিটের স্থলে ১৫হাজার, কাজিম উদ্দিনের ৫১০০ইউনিটের স্থলে ১৩হাজার ৬শ ইউনিট, নুর আহাম্মদের ৬৯৬৪ ইউনিটের স্থলে ১২হজার ৮শ ইউনিটের বিল দেয়া হয়েছে। অনুরূপভাবে মজিবুর রহমানকে ৭শ, আলাল উদ্দিনকে ৩হাজার, লুৎফুল হককে ৩হাজার ৪শ, গিয়াস উদ্দিনকে ৬হাজার ৮শ, আবুল বাশারকে ১১হাজার ৯শ, আব্দুল হেলিমকে ১হাজার ৫৪৯, সেলিমকে ৩হজার ৫৬৪, আব্দুস সাত্তারকে ২হাজার ৭শ, আব্দুল হামিদকে ৮হাজার, আব্দুর রাশিদকে ১হাজার ৭১৫, রফিকুল ইসলামকে ৩হাজার ৬২৪, আব্দুর রশিদকে ৬হাজার ২৩১, আব্দুল ওয়াহাবকে ৫হাজার ৪৪৮, সাইফুল ইসলামকে ৪হাজার ৮৯৪ইউনিটের অতিরিক্ত বিদ্যুৎ বিল দেয়া হয়েছে।
 
বিবার্তা/রাসেল/ফারিজ
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com