ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের সহযোগী ও এক জেএমবি সদস্যসহ বিভিন্ন মামলার ১১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার রাতে জেএমবি সদস্য ইছহাককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
অন্যদিকে মুক্তগাছা থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, মঙ্গলবার সকালে মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রাম থেকে গরীবুল্লাহ আকন্দ নামে বাংলা ভাইয়ের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা, ডাকাতি ও বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে।
বিবার্তা/আনোয়ার/নাজিম