হবিগঞ্জের সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আব্দুস সালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও অন্তত ১০ জন আহত হয়েছে।
উপজেলার নিজামপুরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এক জনকে সিলেট ও দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুই মহিলাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো নিজামপুর গ্রামের আকবর হোসেনের স্ত্রী নুর নাহার (৪০), একই গ্রামের আফতর আলীর স্ত্রী আঙ্গুরা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের আব্দুস সালামের সাথে একই গ্রামের আফছর আহমেদের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশ বৈঠক আযোজন করা হয়। সালিশ বৈঠক চলাকালীন রাত ১০টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যায়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের আহত হয় আরো ১০ জন।
গুরুতর আহত অবস্থায় নিহত সালামের ভাই মোতাব্বিরকে সিলেট ও অপর ভাই আব্দুল মন্নাফসহ দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই মহিলাকে আটক করা হয়েছে।
বিবার্তা/ফয়সল/প্লাবন