হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। সোমবার বিকেল তিনটার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিএনজি চালিত অটোরিকশা চালক উপজেলার জয়পুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (২৭) ও যাত্রী বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী (১৫)।
আহতরা হলেন-বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের রহিম উল্লাহ (৫০) ও একই উপজেলার দ্বারাগাঁওয়ের মিজান মিয়া (৩০)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শোয়েব নিহত হয় এবং অটোরিকশা চালক জাহাঙ্গীরসহ অপর তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জাহাঙ্গীরও মারা যান।
বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/নাজিম/লিয়ন