মৌলভীবাজারে রাজিব আহমদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শহরের বণবিথী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজিব আহমদ শহরের বণবিথী এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, ভোরে নিজের ঘরে রাজিবের ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার এসআই পরিমল চন্দ দেব জানান, রাজিব দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
বিবার্তা/নাজিম/লিয়ন